ওমিক্রোন কোভিড বিশ্বজুড়ে আতঙ্ক, দেশে সতর্ক
নয়া ঠাহর কলকাতা, দক্ষিণ আফ্রিকার বৎসওয়ানা এই নতুন এই ভয়ঙ্কর স্ট্রেন অমিক্রন সংক্রমনের এপিক সেন্টার। গতকাল দক্ষিণ অফিকা থেকে আসা কয়েকজন যাত্রীকে পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে। ভারতের সব রাজ্যকে সতর্ক করে দিয়েছে কেন্দ্র। প্রজা তান্ত্রিক দক্ষিণ আফ্রিকার ডাক্তাররা বিশ্ববাসীকে সাবধান করে দিয়ে বলেছে নতুন প্রজাতি অমিক্রন 500 গুন বেশি মারাত্মক।ভারতে বর্তমানে করোনা সংক্রমণ কমে আসছে।নতুন করে 6990 জন আস্ক্রান্ত হয়েছে।
কোন মন্তব্য নেই