বরাকের প্রতিবাদী কন্ঠ প্রদীপ দত্ত রায় গ্রেফতার
নয়া ঠাহর,শিলচর:বরাকের প্রতিবাদী কণ্ঠ বরাক ডেক্রেটিক ফ্রন্টের নেতা প্রদীপ দত্ত রায় কে আজ শিলচর পুলিশ থানা জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করেছে।তার বিরুদ্ধে 153 এ,295,295এ,120 বি,124,505 এবং 506ধারা তে গ্রেফতার করা হয়েছে।এক পেট্রোল পাম্পে ঝোলানো এক অসমীয়া ভাষার ব্যানার এর খুলে ফেলার দাবি জানিয়ে 48 ঘন্টা সময় দিয়েছিলেন প্রাক্তন ছাত্র নেতা আকসার প্রাক্তন সভাপতি প্রদীপ দত্ত রায়। এর আগে শিলচর রেলওয়ে স্টেশনে অসমীয়া পোস্টার লাগানোর প্রতিবাদ করেছিল বি ডি এফ। হজাই এর বিজেপি বিধায়ক রাম কৃষ্ণ ঘোষ প্রদীপ দত্ত রায় কে গ্রেফতার এর দাবি জানান। বরাকের মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য , শিলা দিত্য দেব প্রমুখ ব্রহ্মপুত্রের বাঙালি নেতারা দত্ত র সমালোচনা করেছেন। রাম কৃষ্ণ ঘোষ বরাক ব্রহ্মপুত্র উপত্যকা থেকে সরে গেলে ভালো হয় বলে মন্তব্য করেছেন ।এক বিডি ও বার্তা থেকে জানা যায়।
কোন মন্তব্য নেই