টেট উত্তীর্ন দের ভুয়ো প্রমান পত্র শিক্ষক গ্রেফতার
নয়া ঠাহর, গুয়াহাটি-টেট উত্তীর্ণ র ভুয়ো প্রমান পত্র দিয়ে 30 জন শিক্ষক গ্রেফতার হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ব্যাপক দুর্নীতির তদন্তে র ভার সি আই ডির হাতে অর্পণ করেছে। এই বিভাগের মন্ত্রী রনোজ পেগু জানান বোরো ল্যান্ডে বেশ কিছু ছাত্র টেট পাশ করার পর 6,7 লাখ টাকায় তা বিক্রি করেছিল। সারা রাজ্যে এই ঘটনা ঘটেছে।ফের রাজ্যের 33 টি জেলাতে টেট পাশ করে চাকরিরত শিক্ষক দের নথি পত্র সি আই ডি পরীক্ষা করবে। রাজ্যে শিক্ষক বদলির পোর্টাল চালু হল।
কোন মন্তব্য নেই