ওমিক্রোন একটি শব্দ ,বিশ্বে ত্রাসের সৃষ্টি করেছে
নয়া ঠাহর,গুয়াহাটি: করোনার নতুন নতুন স্ট্রেন ওমীক্রোন সারা বিশ্বের ত্রাসের সৃষ্টি করেছে।এই স্ট্রেন 50 বারের বেশি চরিত্র বদল করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সব রাজ্যকে সতর্ক করে দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সন্থা এই নতুন প্রজাতি নিয়ে বিশ্ব বাসীকে সাবধান করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মিলনে অমিক্রন নিয়ে বলেছেন দক্ষিণ আফ্রিকার বৎসওয়ানা এবং হংকং হচ্ছে এই স্ট্রেনের এপিক সেন্টার।এই ভ্যারিয়েন্ট এর নাম হচ্ছে বি,1,1529।যা ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেও ভয়ঙ্কর। জানান প্রধানমন্ত্রী তাদেরকে সাবধান করে দিয়েছেন। কেন্দ্র আর্ন্তজাতিক বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।তবে বিদেশ থেকে বিশেষ করে আফ্রিকা ও হংকং থেকে আগত যাত্রীদের 10 দিন ক্যযারিনটা য়েন থাকতে হবে।
কোন মন্তব্য নেই