মূল্যবৃদ্ধির প্রতিবাদে সি পি এম দলের অবস্থান ধর্মঘট
সুনীল রায় নগাঁও ১৬নভেম্বর;- কেরোসিন, পেট্রল, ডিজেল , কে ধরে অত্যাবশ্যকীয় সামগ্ৰীর মৃল্ বৃদ্ধি এবং বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে গতকাল সিপিআই(এম) দলের নগাঁও জেলা সমিতিযে অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ন করে।নগাঁও শহরের মতিরাম বরা ক্ষেত্রে এই কার্য্যসূচী রূপাযন করে।নগাঁও শহরের মতিরাম বরা ক্ষেত্রে এই কার্য্যসূচী রূপাযন করে সি পি আই(এম) দলের প্রতিবাদ কারী সকলে শীঘ্রই এই সামগ্ৰী সমূহের মৃল্ বৃদ্ধি রোধ করতে সরকার কে দাবী জানায়। প্রতিবাদ কারী সকলে গরিবের রক্ত খাওয়া সরকার হুসিযার , অসম সরকার হায় হায়, কেন্দ্রীয় সরকার হায়-হায় এই ধরনের ধ্বনি দিয়ে নগাঁওয়ের রাজপথ উত্তাল করে তুলে।
কোন মন্তব্য নেই