করোনার ভয়ঙ্কর প্রজাতি বিশ্বে আতঙ্ক, সব রাজ্যকে সতর্ক কেন্দ্রের
নয়া ঠাহর,ডিজিটাল ডেস্ক: করোনা র একাধিক মিউটেশন সহ নতুন করোনা সুপার ভ্যারিয়েন্ট এর হদিশ পওয়া গেছে। এখন পর্যন্ত সংক্রমনের হার কম হলেও অদূর ভবিষ্যতে দেশকে কাঁপবে বলে বিশেজ্ঞরা অভিমত পোষন করেছে।এই ভ্যারিয়েন্ট এর নাম বি.1.1. 529 ।এটি বি.1.1 নামক পুরানো রূপের একটি শাখা।এছাড়া 32 টি স্পাইক মিউটেশন ও রয়েছে। দক্ষিণ আফ্রিকার বৎসওয়ানা এবং হংকং এ এই নয়া স্ট্রেন এর সন্ধান পাওয়া গেছে।এই উদ্বেগজনক খবরে কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যকে সতর্ক করে দিয়েছে।
কোন মন্তব্য নেই