Header Ads

দেশের একমাত্র পশু রাজ সিংহর আবাসভূমি গির এ পর্যটক দের প্রবল ভিড়,আদালতের হস্তক্ষেপ

নয়া ঠাহর ,গুয়াহাটি: দেশের জাতীয় পশু বাঘ  আজ  নিরাপদে নেই।   আগে জাতীয় পশু ছিল সিংহ তারাও বিপদের  মুখে। গুজরাতের গির জঙ্গলে  পর্যটকদের ভিড় সামলাতে গুজরাট হাই কোর্ট কে হস্তক্ষেপ  করতে হয়েছে।  জঙ্গল অঞ্চলে বন গ্রাম,পর্যটক দের ভিড় বাড়ছে।পশু রাজ সিংহ আজ অতিষ্ঠ মানুষের  অত্যাচারে।  নিম্ন অসমের বরপেটা টাউনে বুনো হাতি ঢুকে গেছে,জেলা প্রশাসন 144 ধারা জারি করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.