শিলং এ চেরি ফুলের উৎসব শুরু হল
নয়া ঠাহর , শিলং:নভেম্বর ডিসেম্বর মাসে শিলং পাহাড় এ থোপা থোপা বেগুনি ফুলের গাছ গুলো প্রাকৃতিক সৌন্দর্য্য এ নতুন মাত্রা আনে। জাপানে ও এই সময় ফুলে গাছ গুলো ভরে যায়, যা চেরি ব্লসম বলে সমধিক পরিচিত। এই ফুল ফোটার সময় জাপানে উৎসব হয়।শিলং এ ও এই উৎসব গত দু বছর থেকে শুরু হয়েছে। আজ শিলং এ ঠান্ডা আমেজে মুখ্যমন্ত্রী কর্নাদ সাংমা কে পাশে নিয়ে জাপানের রাষ্ট্র দূত সাতশি সুজুকি এই চেরি ফুলের উৎসব সূচনা করে বলেন এই উৎসব উত্তর পূর্বাঞ্চল কে জাপানের সঙ্গে বন্ধুত্ব গড়তে সহায়তা করছে। মুখ্যমন্ত্রী সাংমা জানান এই চেরি ব্লসম উৎসব উপলক্ষ্যে উত্তর পূর্বের কৃষ্টি সংস্কৃতি র পসরা তুলে ধরা হবে।
কোন মন্তব্য নেই