নওগাঁ তে হেরোইন সহ একজন গ্রেফতার
সুনীল রায় নগাঁও ৩০ নভেম্বর :- নগাঁও পুলিশে ড্রাগসের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে।নগাঁও জেলাকে ড্রাগস মুক্ত জেলা হিসেবে গঢ়ে তুলতে নগাঁও পুলিশে নিরন্তর অভিযান অব্যাহত রেখেছে।এই অভিযানের অংশ হিসেবে গত কাল রাতে নগাঁও পুলিশের এন্টিনার্কটিক স্কোযাদ এবং ইটাপারা পুলিশে ইটাপারা পুলিশ ফাঁড়ির অন্তর্ঘত লাওগাঁও - শলমারীতে অভিযান চালিয়ে একজন ড্রাগস সরবরাহকারীকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়। পুলিশে এই সম্পর্কে রফিক আলী (৪৫) নামের একজন সরবরাহকারীকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়। পুলিশে রফিক আলীর কাছ থেকে ১৪টি হির ইন ভর্তি কন্টেনার জব্দ করতে সক্ষম হয়।
কোন মন্তব্য নেই