দেশের রাজধানী নগরী দিল্লি গ্যাস চেম্বার এ পরিনত
নয়া ঠাহর,ডিজিটাল ডেস্ক ,দেশের রাজধানী নগরী নয়া দিল্লি গ্যাস চেম্বার এ পরিনত ,চারপাশের আকাশ বাতাস কুয়াশা সব বিষ ধোয়া তে ভরে গেছে। air qulity index 500 ছুঁতে চলেছে। যা দীপাবলির থেকেও বেশি বলে জাতীয় সংবাদপত্র দাবি করেছে। দিল্লির আশ পাশ পঞ্জাব হরিয়ানা র জমিতে ফসল পড়ানো,লাগাম ছাড়া নিয়ন্ত্রণ হীন যানবাহন, আর ডিজেল পেট্রোল গ্যাসের বিষ,দুদিন আগে দীপাবলির পটকা বাজির গ্যাস, গঙ্গা,যমুনার জলে ব্যাপক দূষণ আর মানুষের পরিবেশ প্রকৃতির প্রতি অবহেলা, তারই চরম পরিণতি বায়ু দূষণ,কার্বন গ্যাস রাজধানীকে লজ্জার মাস্ক পড়িয়ে দিয়েছে।
কোন মন্তব্য নেই