Header Ads

প্রদীপ জ্বালিয়ে জাতীয় প্রেস দিবসের অনুষ্ঠান উদ্বোধন মন্ত্রী পীযূষ হাজারিকার


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : রাজ্যে  16 নভেম্বর  বিভিন্ন কর্মসূচির  মাধ্যমে  জাতীয় প্রেস দিবস উদযাপিত হয়। গৌহাটিতে তথ্য ও  জন সংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা  এই  দিবসে সংবাদ জগতের অবদানের  কথা স্মরণ করেন । জন সংযোগ   বিভাগের সচিব নিরা গগৈ ,ডিরেক্টর বিষ্ণু কমল বরা উপস্থিত ছিলেন।পদ্ম পাটর, বৈকুণ্ঠ নাথ গোস্বামী,অনিমেষ মজুমদার, রমেশ মুন্দ্রা, প্রদীপ ঘোষ, সুনীল মোরে, কে উপধ্যায়, কনক হাজারিকা, দীপক কুমার শর্মা জিতেন বর কতকি, ডালিম ফুকন,এবং অজিত শর্মাকে  সম্বর্ধনা দেওয়া হয়।

অন্যদিকে, দিল্লি-ভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক এবং নয়া ঠাহর পোর্টাল গোষ্ঠীর জাতীয় পরামর্শদাতা সম্পাদক রত্নজ্যোতি দত্ত, প্রেস দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাতে করিমগঞ্জ লোকসভা আসনের সাংসদ কৃপানাথ মাল্লার সাথে দেখা করেন। তিনি সাংসদকে নয়া ঠাহরের প্রধান সম্পাদক  অমল গুপ্তের শুভেচ্ছা জানান। দিল্লিতে সাংসদের নর্থ অ্যাভিনিউর সরকারি বাসভবনে এ উপলক্ষ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী সন্দীপ উপাধ্যায়, মুন্না সাহানে, বিজয় প্রসাদ মাল্লা এবং গুয়াহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট জাহিদ এম আহমেদ চৌধুরী ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.