70 বছরেও দেশ প্লাস্টিক মুক্ত, দুষণ মুক্ত হল না
অমল গুপ্ত: গুয়াহাটি:দেশ 75 বছর স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্লাস্টিক মুক্ত দুষণ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার কোথায় ? বিগত স্বাধীনতা দিবসে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে প্লাস্টিক মুক্ত করার আহ্বান জানিয়েছিলেন। আগামী 2022 সাল থেকে দেশে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বা সিঙ্গল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার প্রস্তুতি কোথায়। মানুষের ,জীব জগতের,আকাশ বাতাস জল পরিবেশ সব কে দূষিত করছে সভ্যতার অভিশাপ রাসায়নিক পর্দাথ প্লাস্টিক,যা পচে না, রি সাইক্লিং বা পুন: চক্রাযন হয় না।আগুনে পুড়ে না। রাস্তা ঘাট নর্দমা ,নদ নদী সব ভরে গেছে। জলে স্থলে বাস্তু তন্ত্রের উপর বিরূপ প্রভাব পড়েছে। বিশ্ব বন্য প্রাণী ফাউন্ডেশনব এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সপ্তাহে এক জন মানুষ 5 গ্রাম প্লাস্টিক হজম করছে। সিংহভাগ জল থেকে এই প্লাস্টিক মানুষের পেটে যাচ্ছে। ট্যাপের জলে প্লাস্টিক ফাইবারের হদিস পাওয়া গেছে। ভারতে গুজরাটে সব চেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়। 2017 -18 সালে ওই রাজ্যে বছরে উৎপাদিত হয়েছে 2লাখ 69 লাখ মেট্রিক টন,উত্তরপ্রদেশে 2লাখ 6 মেট্রিক টন,মধ্যপ্রদেশে 61টন, পাঞ্জাবে 54 টন, নাগাল্যান্ডে 14 টন ,উড়িষ্যা তে 12 টন প্লাস্টিক আবর্জনা উৎপাদিত হয়েছে। প্রথম দুই রাজ্যে প্লাস্টিক রি সাইক্লিং কারখানা ও আছে। তবে সন্তোষ জনক নয়। দেশে বছরে 1কোটি 40 লাখ বর্জ্য উৎপাদিত হয়। তার 24 শতাংশ মাত্র রি সাইক্লিং করা হয় বাকিটা মাটিতে ফেলে দেওয়া হয়।জলে স্থলে মিশে যাচ্ছে। এই প্লাস্টিক থেকে পলিথিন ব্যাগ,কসমেটিক প্লাস্টিক,গৃহস্থালি ব্যবহার প্লাস্টিক ব্যাপক দুষণ ছড়াচ্ছে।এক রাসায়নিক পর্দাথ শরীরের থাইরয়েড হরমোনের অতিরিক্ত ক্ষরণ হয় বলে বিশেজ্ঞদের অভিমত।2004 সালে আমেরিকার প্লাই মাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক রিচার্ড থম্পসন অনুসন্ধান চালিয়ে ইউরোপ,আমেরিকা,অস্ট্রেলিয়া, এমন কি দুই মেরু তে ও মাইক্রো প্লাস্টিকের সন্ধান পেয়েছেন। ভারত সরকার প্লাস্টিক ব্যাগের ঘনত্ব 50 মাইক্রোন থেকে বাড়িয়ে 75 করেছে।এবার 100 মাইক্রোন করবে। কিন্তু প্লাস্টিক এর লাগাম টানা যাচ্ছে কি ? যেখানে সেখানে প্লাস্টিক বোতল,প্লাস্টিক ব্যাগ,ঔষধের প্যাকেট, বোতলের ছিপি, পড়ে আছে সর্বত্র দূষণ ,দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ ভারতের এক সাগর তীরে পড়ে থাকা প্লাস্টিক, বোতল কুড়িয়ে দেশ বাসীকে সচেতন করার চেষ্টা করতে দেখা গেল। কিন্তু আত্মকেন্দ্রিক চরিত্রহীন দেশ বাসী কি সচেতন হবে?বাংলাদেশ সরকার প্লাস্টিক ব্যবহার করলে শাস্তির ব্যবস্থা করেছে। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন প্লাস্টিক থেকে তেল উৎপাদনের চেষ্টা চালাচ্ছে, অনেক সফল হয়েছে দাবি করা হচ্ছে। চীন ,জাপান আগেই সফল হয়েছে।,
কোন মন্তব্য নেই