Header Ads

এক নাট বল্টু,ঝালাই এর লোহার ফ্রেমের রণ গ্রাম সেতু 70 বছর কান্দি বাসীর সেবা করছে

 অমল গুপ্ত  ,কান্দি জেল রোড  ,কান্দি - বহরমপুর  মাঝের   দ্বারকা নদীর উপর  ছোট্ট  নাট   বল্টু  লোহার ঝালাইয়ের  সেতু বিগত 70 বছর কান্দির সেবা করে  করছে। বামপন্থী ডান পন্থী,কংগ্রেস তৃণমূলের একবার ও মনে হয় নি কান্দির মানুষের জীবন যন্ত্রণা কমাতে অন্তত এক পাকা পোক্ত  কংক্রিটের সেতু গড়ার।  তিন বছরের বেশি  বিনা সেতুতে কান্দির মানুষ কে রাখা হয়েছে। 2017 সালে একবার সেতু টি ভেঙে পরে,সংস্কার করা হয়, আবার   দুর্বল  সেতুর  মিথ্যা তকমা  সেঁটে   বন্ধ করা হয়।একবার বন্যার  সময় সেনা বাহিনী সাময়িক ভাবে সেতুটি  গড়ে দিয়ে ছিল। আজ সেনা বাহিনীর পদস্থ সূত্রে জানা গেল সেনা বাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ  নদী নালা  পেরোতে ,সেনা গাড়ি  সাঁজোয়া গাড়ি পারাপারের ক্ষেত্রে  সাময়িক ভাবে  10,12 টন ওজনের গাড়ি  পারাপার করার মত অত্যাধুনিক প্রযুক্তির  সেতু,নাট বল্টু আর রিপিটিং বা লোহা ঝাল দিয়ে  সেতু নির্মাণ করতে পারে।তাদের 50 মেট্রিক টন পর্যন্ত সেতু গড়ার হাজার নজির দেশে আছে বলে  সেনা অফিসার দাবি করেন।  ।তাদের প্রশ্ন এত সবিধা থাকার পরও কান্দির মানুষ কে কষ্ট দেওয়া হচ্ছে কেন?  সেনা অফিসার বলেন রাজ্য সরকারকে সেনা বিভাগের সঙ্গে কথা বলতে হবে। বলেন   পানাগর আর নবগ্রাম সেনা  ছাউনী আছে । তারা ছোট্ট এক  সেতু সাময়িকভাবে নির্মাণের যথেষ্ট ক্ষমতা রাখে। অভাব শুধু    আন্তরিকতার।  বাংলাদেশের মুক্তি  যুদ্ধের সময় এই  সেতু দিয়ে   সেনা বাহিনীর গাড়ি  গিয়েছিল।   দেশের নিরাপত্তার দিক থেকে খুবই  গুরুত্বপূর্ণ এই রণ গ্রাম সেতু।   দুয়ারে সেবা করার  সরকার আর কংগ্রেস ,বিজেপি র মধ্যে দড়ি টানা টানি চলছে।  গত 6 অক্টোবর  কান্দিতে এক জনসভা করার পর আবার কান্দি বহরমপুরের   ব্যব সায়ি ,মোটর  বাস মালিক সংস্থা,শ্রমিক সংস্থা ,শিল্পী সমাজ, কোরাস নাট্য গোষ্ঠী   প্রভৃতি 22  টি সংগঠনের  সংগ্রামী গণ মঞ্চ আগামী 17 নভেম্বর  সকাল 8 টা থেকে দুটি পদ যাত্রার  ডাক দিয়েছে।কান্দি    বৃশ্রাম তলা থেকে রণ গ্রাম অপর দিকে বহরমপুরের   দিক থেকে একটি 20 কিলোমিটার পদ যাত্রা হবে। আশীষ পাত্র  , তারা শঙ্কর ভট্টাচার্য ,পঞ্চানন দাস প্রমুখ রা এই পদ যাত্রার  কথা জানান।এদিকে কংগ্রেস দলের পক্ষে গাড়ীতে   লাউ্ ড স্পিকার লাগিয়ে সেতু টি  অবিলম্বে নির্মাণের দাবি জানাচ্ছে।এই কংগ্রেস দল বিগত 60,70 বছরেরও একবার   পার্মানেন্ট সেতু গড়ার কথা মনে পড়েনি। কান্দির মানুষের দুঃখ যন্ত্রণা কে পুঁজি করে তৃণমূল  দুয়ারের সরকার,   কেন্দ্রের বিজেপি সরকার, কংগ্রেস দলের বেশ রাজনীতি  জমে   উঠছে।   রাজনীতি সর্বস্য নোংরা রাজনীতির শিকার  কান্দির    লাখ লাখ মানুষ। তাদের দাম বাড়বে ভোট এলে ,নির্বাচন এলে এখন এক   পইসা  কানা কড়িও দাম নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.