মনিপুরে জঙ্গি হানা নিহত 7, মহারাষ্ট্রে 26 জন মাওবাদী হত
নয়া ঠাহর,ডিজিটাল ডেস্ক , মনিপুরে সপরিবারে কর্নেল বিপ্লব ত্রিপাঠী হত।।পত্নী অনুজা এবং 8বছরের আবির শিশু দিবসের আগের দিন নিহত। মণিপুরের চুড়া চাঁদ পুরে কর্মরত 46 নম্বর অসম রাইফেল এর কমান্ডিং অফিসার ফিরছিলেন।ছত্রিশ গড়ের প্রবীণ সাংবাদিক সুভাষ ত্রিপাঠী র দুই সন্তান অসম রাইফেলের অফিসার , দুজনেই। মনিপুরে পোস্টিং ছিলেন। বিপ্লব ছাড়াও দেহ রক্ষী সহ আরো চার জন প্রাণ হারান। অপরদিকে মহারাষ্ট্রের গড়ছি রৌলি র পুলিশ সুপার অঙ্কিত গোয়াল জানান জঙ্গলের কচি এলাকাতে অভিযান চালানোর সময় 26 জন মাওবাদী নিহত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং প্রমুখ ঘটনার তীব্র নিন্দা করেন।
কোন মন্তব্য নেই