Header Ads

ত্রিপুরা পৌর নির্বাচনে বিজেপি 334 টি আসনের মধ্যে 329 টি দখল

নয়া ঠাহর, আগরতলা:ত্রিপুরার 13 টি পুরসভার  সবকয়টি বিজেপি   জিতেছে। কেবল  আমবাসা পুর   নির্বাচনে 1টি আসন পেয়েছে তৃণমূল।মোট 334 টি আসনের  মধ্যে 3 29 টি আসন লাভ করেছে বিজেপি।3 টি আসন সিপিএম  দল জিতেছে  1টি আসনে টিরপি জিতেছে।তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বলেন আগামী নিবার্চন তৃণমূল জিতবে।  মন্ত্রী ফিরহাদ  হাকিম বলেন  ত্রিপুরতে নির্বাচনে প্রহসন হল। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন গণতন্ত্র র জয় হল। তৃনমূল  রাজ্যেকে অপমান করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.