Header Ads

দেশে একটিও ওমিক্রোন কোভিড 19 সংক্রমণ ধরা পড়েনি: মনসুখ মান্দ্যবিয়া

নয়া ঠাহর, গুয়াহাটি: কেন্দ্রীয়  স্বাস্থ্য মন্ত্রী মনসুখ  মান্দ্যবিয়া  রাজ্য  সভায় জানান দেশে এখন পর্যন্ত একটিও  অমিক্রন কোভিড 19 ধরা পড়েনি। এই প্রজাতির নাম বি.1.1.529 ।যার   অস্তিত্ব ধরা পড়েছে দক্ষিণ  আফ্রিকা ও  হংকং এ। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন ভারতে সব  ধরণের   সতর্কতা  অবলম্বন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.