নদিয়ার হাঁস খালিতে 18 জন শ্মশান যাত্রী দুর্ঘটনায় নিহত
নয়া ঠাহর,কলকাতা:নদিয়ার হাঁস খালিতে এক ম্যাটা ডোরের সঙ্গে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের ধাক্কায় 18 জন শ্মশান যাত্রী মারা গেছেন।5 জন আহত হয়েছেন। এক মৃতকে দাহ করতে তারা যাচ্ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনায় শোক প্রকাশ করেছেন।
কোন মন্তব্য নেই