মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা 11 জন কংগ্রেস বিধায়ক নিয়ে তৃণমূলে যোগ দিলেন
নয়া ঠাহর,গুয়াহাটি:মেঘালয়ের প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী মুকুল সাংমা 11 জন বিধায়ক সহ 17 জন তৃণমূলে যোগ দিলেন।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের উপ স্থিতিতে গতকাল দিল্লিতে কংগ্রেস দল ছাড়েন। কংগ্রেস দলের কীর্তি আজাদ,অশোক তনওয়ার,পবন বার্মা প্রমুখ তৃণমূলে যোগ দিয়েছেন।কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী অভিযোগ করেছেন মমতা বিজেপি দল কে শক্তি শালী করার জন্যে কাজ করছেন। মমতা দিল্লি গিয়েও সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন নি।
কোন মন্তব্য নেই