Header Ads

অসমের 1000 মুসলিম মহিলার সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মত বিনিময় করবেন

নয়া ঠাহর,গৌহাটি ,অসমের 1000 মুসলিম মহিলার সঙ্গে মূখ্য মন্ত্রী   হিমন্ত বিশ্ব শর্মা আগামী ডিসেম্বর মাসে মত বিনিময় করবেন বলে সংবাদ সূত্র থেকে জানা গেছে। তিনি মুসলিম সমাজের নানা সংস্কার, মহিলাদের শিক্ষা ইত্যাদি নিয়ে মত  বিনিময় করতে পারেন। মুখ্যমন্ত্রী চান চর অঞ্চল সহ   বিভিন্ন   অনুন্নত অঞ্চলের মুসলিম মহিলারা উচ্চ শিক্ষা গ্রহণ করুক। চর অঞ্চল থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার  বেরুক।  মুখ্যমন্ত্রী বলেন এবার থেকে বুঝিয়ে সুজিয়ে আলোচনা করে উচ্ছেদ অভিযান চালানো হবে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.