Header Ads

মুকুল রায় তৃনমূল কংগ্রেস দলে ফিরলেন,ঘরের ছেলে ফিরে এল : মমতা

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা-গুয়াহাটি : বিজেপি দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় পুত্র সহ তৃমূল কংগ্রেস দলে যোগ দিলেন। তৃনমূল  কংগ্রেস  দলের সাংসদ   অভিষেক   বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পড়িয়ে  মুকুল  রায়কে বুকে জড়িয়ে ধরে  স্বাগত জানান।  প্রায় চার বছরের পুরোন  তৃনমূল নেতা  মুকুলকে পরিবারেই  এক ছেলে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি এজেন্সির  ভয় দেখিয়ে জোর করে মুকুল রায়কে আটকিয়ে রেখেছিল। তাকে ওল্ড ইজ গোল্ড বলে  আখ্যা দিয়ে বলেন,  বিজেপি জমিদারের দল  সেই দলে  কেউ নিজের সম্মান বজায় রেখে থাকতে পারে না। তিনি বলেন, গদ্দারদের তিনি দলে নেবেন না।  মুখ্যমন্ত্রী বলেন, তৃনমূল দলের সর্বভারতীয় পদেই তাকে রাখা হবে। উপুযুক্ত  র্যাদা দেওয়া হবে। বিজেপি দিল্লির নেতাদের  এনে  মুকুলকে   সাইড লাইনে বসিয়ে রাখা হয়েছিল। সর্বভারতীয়  নেতাকে  এক বিধানসভা কেন্দ্রে আটকে রাখা হয়। হিন্দীভাসী নেতাদের দাপটে মুকুল বেসামাল হয়ে পড়েন বলে  তৃনমূলমুখী বিজেপি নেতাদের অভিমত। বিজেপির যুব নেতা অনুপম হাজরা অভিযোগ করেন নির্বাচনে তাদের গুরুত্ব দেওয়া হয়নি। বিজেপি দলে দুটি গোষ্ঠী কাজ করছে এরকম চললে বিজেপি  বাংলাতে শেষ হয়ে যাবে।  মুকুল বলেন, পুরনো দলে এসে ভাল লাগছে। বিজেপিকে ঠিক মন থেকে মানতে পারছিলাম না। এখন মনে হচ্ছে নিজের ঘরে ফিরলাম। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের নেত্রী।  তিনি বলেন, বিজেপি করবো না বলেই দিদির হাত ধরলাম। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, 

মুকুল গেলেও দলের ক্ষতি হবে না। মুখ্যমন্ত্রীর ভাইপো  অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ঘাসফুল নতুন ফুল ধরল। দলের শক্তি আরও  বৃদ্ধি পেলো। মুকুল রায়ের অসুস্থ পত্নীকে দেখতে অভিষেক যেদিন  মুকুল রায়ের বাড়ি যান সেদিনই   মুকুলের পুত্র সহ তৃণমূলে যোগ দেওয়ার  প্লট লেখা হয়ে গিয়েছিল। আনুষ্ঠানিকতাটুকু বাকি ছিল। অসমের সংগঠন দেখভাল করতেন মুকুল রায়। অসমের বহু নেতার সঙ্গে তার  যোগাযোগ আছে। এবার  তাকেই অসমের দায়িত্বে দেওয়া হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.