Header Ads

শিলং-এর পাহাড়চূড়ায় নেতাজীর ঐতিহ্য আজ কতটুকু সুরক্ষিত?

সানি রায়, শিলচর : দেশের সংগ্রামী মহান দেশনায়ক তথা বাংলার প্রাণ নেতাজী সুভাষ চন্দ্র বসুর সেই পুরোনো স্মৃতি বিজড়িত ছবি আজও তাকিয়ে রয়েছে পার্শ্ববর্তী রাজ্য শিলং-এর পাহাড় চূড়ায়। আজ থেকে ৯৪ বৎসর আগে শিলং এর কেলসাল লজে প্রথমবারের মতো এসেছিলেন নেতাজী। প্রসঙ্গত, ১৯২৭ সালের ১২ ই জুন দিনটিতে শিলং-এর মনোরম পরিবেশে প্রথমবার পা রাখেন নেতাজী সুভাষ। বর্তমানে সেই বাড়িটি বিএসএনএলের মালিকানাধীন। বহু ইতিহাস ছড়িয়ে আছে শিলং-এর শহরজুড়ে। নেতাজীর ব্যবহৃত এই বাড়িটি আগামী বছর মহান দেশনায়কের ১২৫তম জন্মবার্ষিকীতে হেরিটেজ মর্যাদা পাবে কি? শিলং-এর মনোরম পরিবেশে লুকানো নেতাজীর স্মৃতিগুলো কি রক্ষিত হবে ? এনিয়ে স্থানীয়  বাঙালিদের মনে আবেগতাড়িত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ! এসব ঐতিহ্যকে বাঁচিয়ে  রাখতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিশেষ পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন বলে দাবি করেন বিশ্বজুড়ে নেতাজী প্রেমীরা। নেতাজির শিলং-এর ইতিহাসিক যাত্রার বিশদ বিবরণ জনসমক্ষে বর্তমান সময়ে আনেন শিলং-এর সাংস্কৃতিক কর্মী ও গবেষক মালবিকা বিশারদ। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.