বিজেপি ছাড়ার ধুম পড়ে গেছে, তৃতীয় ফ্রন্ট গড়ার মহড়া
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : মুকুল রায় দল ছাড়ার পর বিজেপিয়ে বহু নেতা তৃণমূলে
যোগ দেওয়ার লাইন লাগিয়েছে। আজ বীরভূম জেলাতে মাইকিং করে তৃণমূল
নেতারা বিজেপি কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান
জানাচ্ছে। প্রায় ৫০ জন কর্মী যোগ
দিয়েছে। মুকুল রায় বিজেপি নেতাদের ফোন করে দল
ছেড়ে তৃণমূলে আসার অনুরোধ করেছে। এর মধ্যে বিজেপি দলে যোগ দেওয়া তৃণমূলের প্রাক্তণ মন্ত্রী
রাজীব বন্দ্যোপাধ্যায় আজ হঠাৎ তৃণমূলের নেতা কুনাল ঘোষের বাড়িতে গিয়ে তৃণমূল যোগ দেওয়ার
ইচ্ছা প্রকাশ করেছেন। এদিকে, রাষ্ট্রিয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সুযোগ করে দেওয়ার
লক্ষ্যে মমতার দূত প্রশান্ত কিশোর শারদ পাওয়ারয়ের সঙ্গে বৈঠক করেছেন উত্তর প্রদেশের মায়াবতী এবং দিল্লির
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছাড়া সবাই
রাষ্ট্রীয় জোটে আসবে। কংগ্রেস জোটে থাকলে ওই
নেতারা আসবেন না। রাষ্ট্রীয় কৃষক নেতা টিকায়েত মমতা বৈঠকের পর মমতা উজ্জীবিত হয়েছেন আগামী ২১ জুলাই তৃণমূল দিবসে কলকাতার মাঠ
ভরিয়ে তৃতীয় ফ্রন্টের কথা ঘোষণা করা হবে। দেশের প্রধানমন্ত্রী
হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হতে পারে।
কোন মন্তব্য নেই