Header Ads

কোকরাঝাড় জেলার অভয়াখুটি অঞ্চলে দুই কিশোরীর রহস্যজনক মৃত্যু, পরিবারদের সঙ্গে সাক্ষাত্ করে সমবেদনা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

 

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোকরাঝাড় জেলার অভয়াখুটি গ্রামে গত শুক্রবারে দুই কিশোরীর রহস্যজনকভাবে মৃত্যু হওয়া পরিবারদের সঙ্গে সাক্ষাত্ করে ঘটনা সম্পর্কে অবগত হন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত শুক্রবারে অভয়াখুটি গ্রামে দুই কিশোরীর রহস্যজনকভাবে মৃত্যু হয়ে পরে থাকা অবস্থায় গ্রামবাসীরা লক্ষ্য করে। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভয়াখুটি গ্রামে গিয়ে ওই দুই কিশোরীর পরিবারের সঙ্গে সাক্ষাত্ করে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে অবগত হন এবং পিরবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব সাংবাদিকদের জানিয়েছন, দুই কিশোরীর মৃত্যুর পেছনে কোনও এক রহস্য লুকিয়ে রয়েছে। বিটিআরের আইজিপি ও কোকরাঝাড় জেলার পুলিশ প্রধানের সঙ্গে এই ঘটনা সম্পর্কে কথা বলেছেন। তিনি জানান, যদি ঘটনায় কোনো দুষ্টচক্র জড়িত আছে তবে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে এবং যদি ঘটনাটি আত্মহত্যা হয় তবে তবে আত্মহত্যার প্রকৃত কারণ কি- সেই বিষয়ের তদন্ত করার জন্য পুলিশ প্রধানকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব বলেন, পুলিশ এই ঘটনার রহস্য উদ্ঘাটন করে সকলের সম্মুখে আনতে সক্ষম হবে। তিনি আরও বলেন, বর্তমানের সরকার গরিব-দুঃখী ও অসহায় লোকদের ওপর চলা অত্যাচার ও শোষণ কখনো সহ্য করা হবে না।

দুই কিশোরীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিটিআর প্রধান প্রমোদ বড়ো, কোকরাঝাড় পূব বিধান সভা কেন্দ্রের বিধায়ক লরেন্স ইছলারী, পূব বিলাসীপাড়া কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অশোক হিংহল এর  সঙ্গে প্রশাসনের উচ্চপদস্থরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.