তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যে কংগ্রেস দলের প্রতিবাদ ধারণা
সুনীল রায়, নগাঁও : ক্রম বর্ধমান গতিতে পেট্রলজাত সামগ্রীর মূল্য বৃদ্ধির
প্রতিবাদে আজ নগাঁওতে কংগ্রেস দলে এক প্রতিবাদী কার্যসূচী রূপাযন করে। আজ নগাঁও
জেলা কংগ্রেসের উদ্যোগে নগাঁও শহরের শহিদ ভবনের কাছে পেট্রল পাম্পের সামনে পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ধর্ণা কার্যসূচী রূপাযন করে। এই
প্রতিবাদী কার্যসূচীতে নগাঁও জেলা কংগ্রেসের সভাপতি তপন শর্মা, সা্ংসদ প্রদ্যুৎ বরদলৈ, প্রাক্তন মন্ত্রী রকিবুল হুছেইন, দুই বিধায়ক শশীকান্ত দাস, শিবামনি বরা, কংগ্রেস নেতা সুরেশ বরা, মৃণাল হাজারিকাকে ধরে কয়েকজন কংগ্রেস নেতাই অংশগ্ৰহণ করে।
প্রতিবাদকারী সকলে বিভিন্ন ধ্বনি দিয়ে নগাঁওয়ের রাজপথ উত্তাল করে তুলে।
প্রতিবাদ কারী সকলে পেট্রল, ডিজেলের মূল্য দিনে দিনে বৃদ্ধি হওয়ার জন্য কেন্দ্রীয়
সরকারকে কঠোর সমালোচনা করার সাথে শীঘ্রে পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি রোধ করতে সরকারকে দাবী জানায়। আজ সারা রাজ্যে কংগ্রেস তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানায়।
ধুবুড়ি, করিমগঞ্জ, গুয়াহাটি, যোরহাট, সর্বত্র হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করে।
কোন মন্তব্য নেই