Header Ads

লকডাউন প্রত্যাহার করলেও আবার সংক্রমণের সম্ভবনা থেকেই যাবে : মুখ্যমন্ত্রী

অমল গুপ্ত, গুয়াহাটি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  আজ কাজিরঙা অসম পুলিশের সম্মেলন শেষে বলেন, রাজ্যে করোনা সংক্রমণ হ্রাস পাচ্ছে। তবে লকডাউন  প্রত্যাহার করলেও আবার সংক্রমণ হতে পারে। কারণ একেবারে নির্মূল হয়নি। তিনি আলফার সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেন, আলফার আলোচনা ভালো দিন আসছে। আগামী জুলাই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন, তখন বিস্তারিত আলোচনা হবে। রাজ্যে পুলিশের আধুনিকীকরণের উপর জোর  দিয়ে বলেন, প্রতি পুলিশ থানার   কাজের বোঝা কমানোর জন্যে  দুটি শিফটের ব্যবস্থা করা হবে। এন  এস জি-র আদলে ১০টি  ব্যাটলিয়ন গড়া হবে।  রাজ্যে গরু পাচার,  মাদক দ্রব্য  পাচারের ক্ষেত্রে শূন্য সহনশীল নীতি গ্রহণ করা হবে। খবর পেলেই  "স্ট্রাইক" অর্থাৎ তিনি  গুলি করে দেওয়ার মত চরম সিদ্ধান্তের কথাই বলতে চাইলেন। পুলিশের কাজের বোঝা কমাতে বছরে  পুলিশর বাধ্যতামূলকভাবে এক মাসের  ছুটি মঞ্জুর করা হবে। এবং বছরে একবার  মেডিক্যাল চেকআপ করার ব্যবস্থা হবে। শুরুতে জানান, রাজ্যের পুলিশ সুপারদের সঙ্গে একবার এবং ডেপুটি কমিশনারদের সঙ্গে একবার  সম্মেলনর ব্যবস্থা হবে। এবং ডি সি ও এস পিদের সঙ্গে একসঙ্গে একবার গুয়াহাটিতে  সন্মেলন হবে। আগামী পুলিশ সুপার সম্মেলনে হবে দুলিয়া জানে। প্রতি মাসে এই  সন্মেলন হবে। একইভাবে প্রথম ডি সিদের সন্মেলন হবে দিফুতে। কাজিরঙার বড়গোছ রিসোর্ট এই সম্মেলনে মন্ত্রী রঞ্জিত দাস, কেশব মহন্ত, অতুল বরা প্রমুখ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত সাংবাদিক সন্মেলন করে পুলিশ বিভাগের  সংস্কারের কথা বলেন। তিনি বলেন, প্রতি থানা হবে সবল ২৪ ঘন্টা মানুষের সেবায়  নিয়োজিত থাকবে। পুলিশের  ডিউটির  বোঝা হালকা করার জন্যে দুটি  শিফট চালু করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.