কামখ্যার বিখ্যাত অম্বুবাচী মেলা হবে না, পুরীর রথযাত্রা কোভিড মেনে হবে
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশের তীর্থ চুরামনী বলে খ্যাত কামাখ্যা
মন্দিরের বিখ্যাত অম্বুবাচী মেলা হবে না। তবে
দুচারজন পান্ডা অম্বুবাচীর রীতি-নীতি পালন করবেন। অপরদিকে,
সুপ্রীম কোর্টের আদেশ অনুযায়ী জগন্নাথদেবকে নিয়ে ওড়িশাবাসীর আবেগ ও
ভক্তি মাথায় রেখে ১২ জুলাই
রথযাত্ৰা অনুষ্ঠিত হবে। সবাই ভ্যাকসিন নিয়ে দূরত্ব
বিধি মেনে ৫০০ জন
সেবায়েত রথের দড়ি টানতে পারবেন। সাধারণ
ভক্তরা অংশগ্রহণ করতে পারবেন না।
কোন মন্তব্য নেই