Header Ads

দেশে সংক্রমনের হার ক্রমাগত হ্রাস পাচ্ছে, কিন্তু মানুষ সচেতন নয়

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : প্রায় দেড় মাস থেকে করোনা সংক্রমণ হ্রাস পাচ্ছে। কিন্তু  মানুষ সচেতন  নয়। কোভিড বিধি লঙ্ঘন  করছে। দেশে ২৪ ঘন্টায় সংক্রমণের হার ১ লাখ থেকে কমে হয়েছে ৮৪ হাজার ৩৩২ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৩ জনের। সুস্থতার হার ৯৭.৮০ শতাংশ। জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গে  সুস্থতার হার বেশি। অসমে একদিনে আক্রান্ত হয়েছে ৩৬৬৭ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের।   অসমে সুস্থতার হার ৮৮.৮৩ শতাংশ। নতুন করে  আক্রান্তের হার ২.১৬ শতাংশ। দেশে প্রায় ২৫ কোটি মানুষকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজের তুলনায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে  অবস্থা খারাপ। ওই হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত জানিয়েছেন ২০১ জন অ্যাক্টিভ রোগী রয়েছেন। এর মধ্যে কোভিড আই সি ইউতে রয়েছেন ৮৭ জন, কোভিড ওয়ার্ডে আছেন ১১৪ জন। ২৪ ঘন্টায় ৩ জন মারা গেছেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে কোভিদের দ্বিতীয় ওয়েভে দেশের ৭১৯ জন ডাক্তারের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে বিহারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.