Header Ads

সেচ্ছাসেবী সংগঠন সীমান্ত চেতনামঞ্চের সেবামূলক কার্যসূচি পালন

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : সেচ্ছাসেবী সংগঠন সীমান্ত চেতনামঞ্চ বিগত কিছুদিন ধরে লকডাউনের এই দুঃসময়ে গুয়াহাটি মহানগরের বিভিন্ন স্থানে কর্তব্যরত পুলিশ বাহিনী, সিআরপিএফ জওয়ান ও জিএমসির কর্মরতদের মধ্যে জলের বোতল, চা-বিস্কিট প্রভৃতি বিতরণ করে চলছে। সংস্থার সম্পাদক প্রিয়ঙ্কা পালিত জানিয়েছেন, করোনা মহামারীর ফলে যে লকডাউন চলছে, দিন-রাত তারা জনগণকে সুরক্ষা দেবার জন্য কর্তব‍্য পালন করে আসছে। লকডাউনে  দোকান পাট বন্ধ থাকায় কর্তব্যরত পুলিশরা, সিআরপিএফ জওয়ানরা বা রাস্তা, নালা-নর্দমার কাজ করা জিএমসির লেবারদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই সীমান্ত চেতনা মঞ্চের তরফ থেকে তাদেকে একটু সেবা করার চেষ্টা মাত্র। এই কার্যক্রমে সিমান্ত চেতনা মঞ্চের লালগণেশ বিবেকানন্দ  নগরের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি অনুজয় দেব, সম্পাদক প্রিয়াঙ্কা পালিত, চন্দ্রশেখর মণ্ডল, সঞ্জিত বশাক সহ অন‍্যান‍্য সদস্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.