Header Ads

নগাঁওয়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকার কোভিডে মৃত্যু

সুনীল রায়, নগাঁও : নগাঁও শহরের ডিমরুগুরির নিবাসী তথা মাজপাঠরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষয়িত্রী নিরুপমা গগৈ(৮১)র কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এক সপ্তাহ পূর্বে কোভিডে আক্রান্ত  হওয়ার পর  মহিলাকে  গুযাহাটির নেমকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার স্বাস্থ্যের  অবনতি হওয়ায় অবশেষে মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হন। পরে গুয়াহাটির উলুবারী শ্মশানে প্রশাসনের তত্ত্বাবধানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুর সময়ে তিন পুত্র, পুত্রবধূ, আত্মীয় স্বজন রেখে যান।

এদিকে, নগাঁওয়ে কোভিড আক্রান্ত হয়ে সরকারি মন্ডলের মৃত্যু। নগাঁও শহরের কাছে কাছমারী  নিবাসী তথা আসাম সরকারের রাজস্ব বিভাগের কর্মচারী মনোজ কোঁয়রের  শুক্রবারে বিকাল ৪টা নাগাদ কোভিড রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তিনি কয়েকদিন ধরে কোভিডে আক্রান্ত হয়ে গুয়াহাটির একটি ব্যক্তিগত হাসপাতালে চিকিৎসাধীন  ছিলেন। মৃত্যুর সময়ে তার বয়স ছিল ৪৮ বছর। কোঁয়র নগাঁও সদর চক্র বিষয়ার কার্যালয়ের লাট মন্ডল হিসাবে কর্মরত ছিল। তার অকাল মৃত্যুতে নগাঁও রাজস্ব অফিসের কর্মচারী সহ সমগ্ৰ নগাঁওয়ে শোকের ছায়া  নেমে আসে। মৃত্যুর সময়ে তার পত্নী, সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে  গেছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.