Header Ads

গিলই বা সগুনি লতা ভেষজ লতার গ্রাম সোনাপুরে

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : ভেষজ গুণ সম্পূর্ণ  গাছ গিলই বা সগুনি  লতার গাছ  বিতরণ করলেন বন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বোটানিক্যাল নাম  Tinospora cordiforia এক  বিদেশি লতা, শ্রীলঙ্কা, মায়ানমার অঞ্চলে পাওয়া যায়। শরীরের  ইমিউনিটি  বৃদ্ধি করার ক্ষেত্রে  খুবই উপকারী। সোনাপুর অঞ্চলে এই লতার একগ্রাম  গড়বে  বন বিভাগ।  বন বিভাগ এবং পঞ্চায়েত ওগ্রামোন্নয়ন বিভাগ যৌথ ভাবে কচুতলিতে গিলই গ্রাম তৈরি  করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.