ঝড় কবলিত নাতানপুরে রেডক্রস সোসাইটি কাটিগড়া শাখার তার্পলিন বিতরণ
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : ভারতীয় রেডক্রস সোসাইটি কাটিগড়া শাখার পক্ষ থেকে শনিবার ইন্দো-বাংলাদেশ সীমান্তবর্তী নাতানপুরের ঘূর্ণিঝড় কবলিত এলাকায় তার্পলিন বিতরণ করা হয়। এদিন বিপর্যস্ত পঞ্চাশটি পরিবারের মধ্যে বিতরণ করা হয় তার্পলিন। এতে উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রস সোসাইটি কাটিগড়া শাখার সম্পাদক নিশিকান্ত দেব, বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের প্রতিনিধি জহিরুল ইসলাম (বাবর), প্রবীণ নাগরিক সুকুমার দাস, রেডক্রস এর সদস্য রঞ্জয় ধর, কুমুদ রায় প্রমুখ।
কোন মন্তব্য নেই