Header Ads

বিহাড়া রেলওয়ে ইয়ার্ড ব্যবসায়ীদের উদ্যোগে বেহাল রাস্থা সংস্কার

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : সংস্কারের অভাবে দীর্ঘদিন থেকে চরম দুর্ভোগে ভুগছে শিলচর জয়ন্তিয়া সড়কের বিহাড়া খাম্বারবাজার অংশ। বিভাগীয় কর্তৃপক্ষ, সরকার তথা জনপ্রতিনিধিদের গাফিলতিতে এই রাস্তা একদিন কালের গহ্বরে বিলিন হয়ে যাবে বলে এলাকার ভূক্তভোগী জনগণের ধারনা। শিলচরের সাংসদ রাজদীপ রায়, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচান্দ জৈন ও আসাম রাজ্য  বিজেপির প্রাক্তন সভাপতি রঞ্জিত কুমার দাস বলেছিলেন বিহাড়া খাম্বারবাজার সড়ক আসাম মালা প্রকল্পে স্থান পেয়েছে। তাদের কথার আজ পর্যন্ত সত্যতা প্রমাণিত হয়নি। আসাম মালা প্রকল্পের তালিকা সম্বলিত বইয়ে বিহাড়া খাম্বারবাজার সড়কের কোনো নামগন্ধ নেই বলে ভূক্তভোগী জনগণের অভিযোগ। কেউ কেউ বলছেন আসাম মালা প্রকল্পের কাজ আরম্ভ হলে অনেকের দোকান বাড়ী ভাঙ্গা পড়বে। তাই একটি দুষ্ট চক্র আসাম মালা প্রকল্পের কাজে বাগড়া দিচ্ছে। নিজেদের দোকান বাড়ী বাঁচাবার জন্য এই চক্রটি মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে এলাকায়। বিগত দুর্গাপুজার আগে বিহাড়া রেলওয়ে ইয়ার্ড ব্যবসায়ীরা ঐ রাস্তায় নিজেদের মধ্যে  চাঁদা তোলে বিহাড়া খাম্বারবাজার সড়কের সংস্কার করেছিলেন।  এর আগে ও পড়ে দীর্ঘদিন থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রাস্তা নিয়ে চরম উদাসীনতা দেখিয়ে আসছে। রাস্তা গর্তের সমাহারে পর্যবসিত। তাদের কোনো হেলদোল নেই। রাস্তার এই  বদহাল অবস্থা দেখে আবারো সংস্কার কাজে এগিয়ে এলেন বিহাড়া রেলওয়ে ইয়ার্ডের ব্যবসায়ীরা। তারা নিজেদের মধ্যে চাঁদা তোলে দুলক্ষ টাকা ঐ রাস্তা সংস্কারে ব্যয় করবেন বলে জানিয়েছেন। ব্যবসায়ীদের পক্ষে অপু দাস ও জয়দীপ দেব এই কথা গুলি সংবাদ মাধ্যমকে জানান। তারা আরো বলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চান্দ জৈন এই রাস্তা আসাম মালা সেংশন তালিকাভুক্ত করেছেন বলে জানিয়ে ছিলেন। কিন্তু বাস্তবে গুগুল সার্চ করে আসাম মালা প্রকল্পের সেংশন লিষ্টে বিহাড়া খাম্বারবাজার সড়কের কোন নাম খুঁজে পাওয়া যায় নি বলে তারা অভিযোগ করেন। বর্তমান মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার কাছে ঐ  রাস্তা দ্রুত সংস্কারের জন্য জোরালো আবেদন করেন অপু দাস ও জয়দীপ দেব। সংবাদ মাধ্যমের সামনে বিহাড়া রেলওয়ে ইয়ার্ড ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন রতন চক্রবর্ত্তী, বিপ্লব সরকার, সুজিত সাহা, রাজু কর, দেবু ঘোষ, সুজু দেব, নাইম উদ্দিন। স্থানীয় জনগণ রাস্তা সংস্কার করার জন্য বিহাড়া রেলওয়ে ইয়ার্ড ব্যবসায়ীদের ধন্যবাদ জনান ও সেইসাথে বিভাগীয় কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.