বিস্ফোরণে দুই হাত নষ্ট হয়ে যাওয়ার পরেও PHD করেছিলেন মালবিকা! নরেন্দ্র মোদীর ট্যুইটার অ্যাকাউন্ট এবার ওনার হাতে !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
আন্তর্জাতিক মহিলা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্নেহা মোহনদাসের পর মালবিকা আইয়ারকে নিজের ট্যুইটার অ্যাকাউন্ট দিয়ে দেন। মালবিকা সেই সাতজন মহিলার মধ্যে একজন, যিনি প্রধানমন্ত্রী মোদীর ট্যুইটার অ্যাকাউন্টের মাধ্যমে নিজের প্রেরণার কাহিনী সবাইকে শোনালেন।
নিজের কাহিনী বলার সময় মালবিকা আইয়ার লেখেন, ‘স্বীকৃতি সবথেকে বড় পুরস্কার, যেটা আমরা নিজেকে দিতে পারি।
আমরা জীবনকে নিয়ন্ত্রণ করতে পারব না, কিন্তু নিশ্চিত রূপে জীবনের প্রতি আমাদের দৃষ্টিকোণ নিয়ন্ত্রণ করতে পারি। দিনের শেষে এটাই গুরুত্বপূর্ণ থাকে যে, আমরা আমাদের চ্যালেঞ্জের সম্মুখীন হলাম।”
মালবিকা লেখেন, ‘১৩ বছর বয়সে একটি বোমা হামলায় তাঁর দুই হাত নষ্ট হয়ে যায়। এছাড়াও তাঁর পায়েও চোট লেগেছিল। এরপরেও আমি কাজ আর পড়াশুনা করে পিএইচডি কমপ্লিট করি। সবকিছু ছেড়ে দেওয়া বিকল্প হতে পারেনা। নিজের সীমাবদ্ধতার কথা ভুলে যান আর বিশ্বাস এবং আশার সাথে বিশ্বে পা রাখুন। আমার মতে শিক্ষা পরিবর্তনের জন্য অপরিহার্য।”
মালবিকা আরও লেখেন, আমাদের উচিৎ বৈষম্যমূলক ভাবনা চিন্তায় দেশের যুবদের মাথাকে সংবেদনশীল বানানো। আমাদের বিকলাঙ্গ মানুষদের কমজোর অথবা অন্যের উপর নির্ভর করার বদলে, তাদের রোল মডেল করে তোলা উচিৎ। মনোবৃত্তি বিকলঙ্গতাকে ধ্বংস করার অর্ধেক লড়াই। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা দিবসে আমাকে আমার বিচার গুলোকে প্রচার করার জন্য নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপে আমার বিশ্বাস জন্মেছে যে, বিকলাঙ্গতায় ভারত পুরনো অন্ধবিশ্বাসকে শেষ করার জন্য সঠিক রাস্তায় চলছে।
অন্যদিকে, আন্তর্জাতিক মহিলা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, আমি নারী শক্তির ভাবনা আর উপলব্ধিকে সন্মান করি। তিনি লেখেন, আমি কয়েকদিন আগেই বলেছিলাম, আর সেটাই করছি এখন। আজ গোটা দিনে সাতজন মহিলা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সামলাবেন আর নিজের জীবনের সাথে যুক্ত স্মরণীয় মুহূর্ত শেয়ার করবেন।
আন্তর্জাতিক মহিলা দিবসকে স্মরণীয় রাখার জন্য প্রধানমন্ত্রী মোদী ট্যুইট করে লেখেন, এই মহিলা দিবসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি এমন কিছু মহিলাদের হাতে তুলে দিচ্ছি, যাঁদের জীবন আর কাজ আমাদের প্রেরণা দেয়। এই কাজের ফলে তাঁরাও উৎসাহিত হবেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সোমবার ট্যুইট করে বলেছিলেন যে, উনি সোশ্যাল মিডিয়া ছাড়ার চিন্তা ভাবনা করছেন। প্রধানমন্ত্রী লেখেন, ‘এই রবিবার আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক, ট্যুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব ছাড়ার চিন্তা ভাবনা করছি। আপনাদের এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে।”
ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেজে ৪৪,৭২৩,৭৩৪ লাইক আছে। আর ওনাকে ফলো করা মানুষের সংখ্যা ৪৪,৫৯৮,৮০৪ জন। ট্যুইটারে প্রধানমন্ত্রী মোদীকে ৫৩.৩ মিলিয়ন মানুষ ফলো করেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ২ হাজার ৩৭৩ জন মানুষকে ট্যুইটারে ফলো করেন। ইন্সটাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩৫.২ মিলিয়ন ফলোয়ার্স আছে। আরেকদিকে ইউটিউবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৪.৫১ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে।
কোন মন্তব্য নেই