শাহিনবাগ আর তাহির হুসেইনের বিরুদ্ধে NSA অজিত দোভালের গুরুত্বপূর্ণ পদক্ষেপ !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
যখনই দেশের সুরক্ষার কথা ওঠে, তখনই রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভালের নামও উঠে আসে। সেটা সার্জিক্যাল স্ট্রাইক হোক, এয়ার স্ট্রাইক হোক বা দিল্লী হিংসা থামানোর মামলাই হোক। এবার দিল্লীর দাঙ্গাবাজদের কড়া বার্তা দিয়েছেন অজিত দোভাল।
অজিত দিল্লী পুলিশকে জানান, পুলিশের প্রতি জনতার বিশ্বাস আর ন্যায় সঙ্গত নিরপেক্ষতার ছবি যেন ফুটে ওঠে। যদি পুলিশ আইন ব্যবস্থা রক্ষা করতে অক্ষম হয়, তাহলে সেটা গণতন্ত্রের পরাজয় হবে। অজিত দোভাল আরও বলেন, আইন ব্যবস্থা বহাল রাখা গণতন্ত্রের সবথেকে কঠিন ও গুরুত্বপূর্ণ কাজ। যদি কেউ আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা করে, যদি কেউ আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে কড়া হাতে মোকাবিলা করা হবে।
তিনি জানান, সাম্রাজ্যবাদি শাসক অথবা ধার্মিক নেতার মঞ্চ থেকে নয়, জনতার প্রতিনিধিরা আইন তৈরি করেন ও রক্ষা করেন। পুলিশ কর্মীরা যদি আইন রক্ষা করায় সক্ষম না হন, তাহলে আইন বানানই ব্যর্থ।
ওঁর কথার অর্থ হল, শাহিনবাগ হোক আর তাহির হুসেইন সবার কাছে আইন সমান। আইন ব্যবস্থা বহাল রাখা গণতন্ত্রের সবথেকে পবিত্র কাজ।
কোন মন্তব্য নেই