Header Ads

শপিং মল "m bazar" এর শুভ উদ্বোধন হাইলাকান্দিতে


নয়া ঠাহর, হাইলাকান্দি : দীর্ঘ প্রতীক্ষার পর শপিং মল "m bazar"-এর শুভ উদ্বোধন হলো হাইলাকান্দিতে বুধবার। উল্লেখ্য, 'লটি হাইলাকান্দিবাসী জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।  ম'লে বিভিন্ন ধরনের পোশাক, যেমন, মহিলা তথা মেয়েদের জন্য শাড়ি, চুড়িদার, প্লাজো, কুর্তি, ছেলেদের জন্য ব্র্যাণ্ডেড শার্ট, টি-শার্ট, জিন্স, বাচ্চাদের জন্য ব্র্যাণ্ডেড ড্রেস মেটিরিয়েলস, বিভিন্ন ধরনের খেলনা, পুতুল ও মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ব্র্যাণ্ডেড কোম্পানির প্রসাধন সামগ্রীর সমাহার যেন রীতিমতো হাইলাকান্দিবাসীর অনেক দিনের স্বপ্নপূরণ হলো।
এছাড়াও, উদ্বোধন উপলক্ষে ম'ল কর্তৃপক্ষ জনসাধারণের জন্য এক বিশেষ আকর্ষণীয় লাকি ড্র কুপনের ব্যবস্থা করেছেন। যেমন, 395 টাকার কেনাকাটার উপর ছিল লাকি ড্র। তাছাড়াও  বিভিন্ন ধরনের বস্তূর উপর আরও অনেক ধরনের বিশেষ বিশেষ ছাড়। সেই সুযোগ নিতে ম'লে উৎসাহী জনতার ভিড় ও ছিল চোখে পড়ার মতো। খুশি  আর আনন্দের জোয়ারে ভেসে উঠে গোটা শহর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.