Header Ads

তৃণমূল প্রার্থী ঘোষণা করল, রাজ্যসভা আসনে মনোনয়ন পেলেন চার প্রাক্তন সাংসদ !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
প্রার্থী তালিকায় সামান্য চমক রাজ্যসভাপতি সুব্রত বক্সীর মনোনয়নকে কেন্দ্র করেই। বাকি তিনজনের নাম নিয়ে জোরালো চর্চা ছিলই। চতুর্থ প্রার্থী হিসেবে প্রবল আলোচনায় ছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোরও। কিন্তু বিহারের আদালতে প্রোজেক্ট টুকলি’র দায়ে ফেঁসে যাওয়ায় তাঁকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার ঝুঁকি নেওয়ার সম্ভাবনা খারিজ হয়ে গেল ! সামনেই রাজ্যে পুর-ভোট, তার পরেই বিধানসভা ভোটের বাজনা বেজে উঠবে--এই রকম একটা গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যসভাপতিকে দিল্লিতে পাঠানোর ঝুঁকি নেওয়া সহজ হয়েছে ঐ প্রশান্ত কিশোরের কথা মাথায় রেখেই। তিনিই সামলে দেবেন দু-দুটি নির্বাচন ! 

তাই আর দেরি না করে রাজ্যসভা নির্বাচনে চার প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চার আসনে প্রার্থী করা হল লোকসভা ভোটে পরাজিত তিন প্রাক্তন সাসংদকে। অপর পদে প্রার্থী হলেন দলের রাজ্য সভাপতি স্বয়ং। রবিবার আন্তর্জতিক নারী দিবসের দিন এই প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় জানান চার প্রার্থীর নাম। এই চারজন হলেন দীনেশ ত্রিবেদী, মৌসম বেনজির নূর, অর্পিতা ঘোষ এবং সুব্রত বক্সি। পঞ্চম আসনে কোনও প্রার্থীর নাম জানায়নি তৃণমূল।
দীনেশ ত্রিবেদী বারাকপুরের প্রাক্তন সাংসদ। তিনি এবার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের কাছে হেরে যান। আর মৌসম বেনজির নূর মালদহ উত্তরের সাংসদ। বিজেপির খগেন মুর্মুর কাছে তিনি পরাজিত হন। আর অর্পিতা ঘোষ বালুরঘাট কেন্দ্র থেকে হেরে যান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে।
এই তিন প্রাক্তন সাংসদ ছাড়া অপর প্রার্থী করা হয়েছে সুব্রত বক্সিকে। তিনি তৃণমূলের রাজ্য সভাপতি। এবার তিনি দক্ষিণ কলকাতা থেকে লোকসভা নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া আসনে তিনি ২০১৪-র নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন। এবার তিন রাজ্যসভায় যাচ্ছেন। আন্তর্জাতিক নারী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করে বার্তা দিলেন, মহিলাদের ক্ষমতায়নে একাধিক পদক্ষেপ নিয়েছে তৃণমূল সরকার। তৃণমূল শাসক দল হিসেবে প্রার্থী নির্বাচনেও সেই ছাপ রাখছে। রাজ্যসভা নির্বাচনে ৫০ শতাংশ মহিলা প্রার্থী করে সেই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.