Header Ads

লামডিঙে আজ আর আই পির কৰ্মবিরতি



স্বপন দাস, লামডিং : লামডিঙ মাণ্ডলিক প্ৰবন্ধের কাৰ্যালয়ের সন্মূখে আর আই পি সংস্থার লামডিং শাখা প্ৰতিবাদী কাৰ্যসুচী গ্ৰহন করে৷ আজ ভারতবর্ষ জুরে ইণ্ডিয়ান রেলেওয়ে ইনফ্ৰাষ্ট্ৰাকচার প্ৰভাইডাৰ্ছ এছ'ছিয়েসনে কৰ্মবিরতি করে৷ উল্লেখ যে ২০১৭ সনে ভারতীয় রেলের বিভিন্ন নিৰ্মানকাৰ্যের সাথে জড়িত সংস্থাসমূহে গঠন করে আই আর ইনফ্ৰাষ্ট্ৰাকচার প্ৰভাইডাৰ্ছ অ্যাসোসিয়েশন ভারতবর্ষে ১৬টা মণ্ডলে ৬৪টা সংমণ্ডলে সংরক্ষন কাজ দলঙের কাজ, পুন স্থাপনের কামকাজ, রেল লাইনের আদি করে বিভিন্ন নিৰ্মানকাৰ্যত সাথে জড়িত আহিছে৷ এই অ্যাসোসিয়েশনের অধীনে উক্ত সংস্থা রেলের আন্তগাঁথনি এবং বিভিন্ন নিৰ্মানকাৰ্যে রেলেওয়ে জড়িত বিভিন্ন সুরক্ষামূলক কাজে ব্যবস্থাপনার সাথে জড়িত আছে৷ রেলেওয়ের বিভিন্ন নিৰ্মানকাৰ্যে জড়িত এই সংস্থা দেশের প্ৰগতিতে সহযোগিতা করে আসছে৷ কিন্তু বিগত সাতমাস ধরে রেল তাদের প্ৰাপ্য ধন মন্জূরি না দেওয়াতে বৃহৎ ক্ষতির সন্মূখীন হচ্ছে। কৰ্মচার ব্যাতন দেওয়ার ক্ষেত্ৰও সমস্যার সৃষ্টি হচ্ছেবলেও সংহ্যার তরফে জানান৷ সংগঠনের আজকের কৰ্মবিরতি সিদ্ধান্ত গ্ৰহন করে ন' পেমেন্ট ন' ওষাৰ্ক শ্লগানে আজকের আন্দোলনের কাৰ্যসূচী গ্ৰহন করে৷ অন্যদিকে, সরকারে রেলেওয়ে নিয়োজিত এই ঠিকাদারেরা মূল ধন না পাওয়াত দেনা গ্রস্হ হয়ে গত ২৯ তারিখে একজন ঠিকাদারে রেলে ঝাপ দিয়ে আত্মহত্যা করে৷ তাই অতি সত্তর দাবীগুলো মেনে নিতে হয় বলে দাবী জানান আন্দোলনো কারিরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.