Header Ads

ভবেন-দীপিকার বিষ্ণু মন্দির


গুয়াহাটি : নলবাড়ি জেলার দিশিমারি গ্রাম থেকে সেই ভাের রাতে ট্রেন ধরে গুয়াহাটি আসেন। গুয়াহাটি রেল স্টেশনের একজায়গায় নির্দিষ্ট করে রাখা আছে এক সাইকেল। সেই সাইকেলে চেপে দিনভাের সংবাদপত্র বিলি করে আবার রাতের ট্রেনে বাড়ি ফিরে যান অত্যন্ত পরিশ্রমী ভবেন বর্মন। পত্নী দীপিকা বর্মন পশ্চিম ধর্মপুর গ্রাম পঞ্চায়েত একনম্বর ওয়ার্ডের সদস্যা। তারা ব্যক্তিগত খরচ বাঁচিয়ে ঘরের পাশে এক বিষ্ণু মন্দির গড়েছেন। ভক্তপ্রাণ এই পরিবারের কাজে গ্রামবাসী খুশী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.