Header Ads

প্ৰধানমন্ত্ৰী মোদীর সোশ্যাল মিডিয়া থেকে সন্ন্যাস নেওয়ার ধন্দ দূর করলেন খোদ মোদীই

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 
প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী টুইট করে বলেছিলেন তিনি সোশ্যাল মিডিয়া থেকে সন্ন্যাস নেবেন। মঙ্গলবার সেই ধোঁয়াশা পরিস্কার করে দিলেন মোদী। তিনি জানান সামনেই আন্তৰ্জাতিক নারী দিবস ৮ মাৰ্চ রবিবার অৰ্থাৎ নারী দিবসের দিন তিনি কোনও অনুপ্ৰেরণাদায়ী নারীর হাতে তুলে দেবেন সোশ্যাল মিডিয়া সম্পদ। সোশ্যাল মিডিয়ায় মোদীর কোটি কোটি ফলোয়ার।

ছবি, সৌঃ আন্তৰ্জাল
প্ৰসঙ্গত, সোমবার রাতে হঠাৎই সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ঘোষণা করেন নরেন্দ্ৰ মোদী। তিনি বলেন- রবিবার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্ৰাম ও ইউটিউবে নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। এ বিষয়ে সকলকে জানাবেন। তার পরই সৰ্বত্ৰ সোশ্যাল মিডিয়া থেকে সন্ন্যাস নেওয়ার জল্পনা শুরু হয়। মঙ্গলবার দুপুরে তিনি নিজেই এই ধন্দ দূর করেন মোদী।

এ নিয়ে প্ৰধানমন্ত্ৰীকে কটাক্ষ করেছেন কংগ্ৰেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন- সারা দেশ যখন জরুরি অবস্থার মধ্যে চলছে তখন তিনি সোশ্যাল মিডিয়া নিয়ে ছেলেখেলা বন্ধ করুক। তার চেয়ে করোনাভাইরাসের প্ৰকোপে যে প্ৰত্যাহ্বানের মুখোমুখি হয়েছে ভারত তার মোকাবিলা করা হোক। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.