Header Ads

আমরা ভারতীয়, শীঘ্রই গিলগিট বালতিস্তান দখল করুন মোদী : পাকিস্তানের নেতা !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
আরও একবার পুরো বিশ্বের সামনে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রকাশ্যে উঠে এল। এবার পাকিস্তানের ইনস্টিটিউট অফ গিলগিট বালতিস্তানের (Gilgit-Baltistan) ডিরেক্টর সেঙ্গে সেরেঙ সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইউনাইটেড মানবাধিকার কনফারেন্সে যে অনুষ্ঠান কর্মসূচি চলছে সেখানে পাকিস্তানের আসল রূপ সকলের সামনে খুলে দেন এবং জানান কিভাবে পাকিস্তান গিলগিট বালতিস্তানের মানুষের উপর অত্যাচার করে।

পাকিস্তানের সেনা ও আতঙ্কবাদীরা শিয়া-সুন্নী বিবাদ নিয়ে গিলগিট বালতিস্তানের মানুষকে দমিয়ে রাখে বলে জানান সেঙ্গে সেরেঙ। তিনি ভারতের কাছে অনুরোধ করেন যে, ভারতের সরকার যেন এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে।উনি বলেন ভারত সেখানে নিজের সংবিধানিক অধিকারকে প্রয়োগ করুক।
মানবাধিকার বৈঠকের সময় উনি বলেন, ভারতের উচিত গিলগিট বালতিস্তানকে ভারতের দখলে নিয়ে নেওয়া। কারণ সেখানে পাক সেনা অত্যাচার করে লাগাতার হিংসা ও গণহত্যার কাজ করছে। উনি আরো বলেন, হিসেব অনুযায়ী গিলগিট বালতিস্তানের লোকজন লাদাক কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষ। তাই তারা সকলেই ভারতীয়। এখন পাকিস্তানের সেনা ও আতঙ্কবাদীদের নজর থেকে ভারত তাদের রক্ষা করুক।
ভৌগোলিক পরিবেশের দিক থেকে এবং খনিজ দ্রব্যের দিক থেকে গিলগিট বালতিস্তান খুবই সমৃদ্ধিশালী। এই এলাকার উপর পাকিস্তানের ও চীনের কু নজর রয়েছে। কিন্তু গিলগিট বালতিস্তানের স্বাধীনতাকামীরা এখনও এলাকাকে লুটতে দেওয়ার প্রয়াস সফল হতে দেয়নি। আর এখন সেখানকার নেতারা ভারত সরকারের কাছে অনুরোধ করছে গিলগিট-বালতিস্তান দখল করে ভারতে অন্তর্ভুক্ত করার জন্য। তবে ভারত সরকার বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়ে দেখে সেটাই এখন দেখার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.