রাজ্যের সরকারি কর্মচারীদের আন্দোলন করার অধিকার নেই।
অমল গুপ্ত, গুয়াহাটিঃ আজ বিধানসভায় কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্রশ্নের জবাবে সরকার জানায়, অসম অসামরিক সেবা (আচরণ) বিধি ১৯৬৫র বিধি নং ২০র দ্বারা সরকার কর্মচারীদের আচরণ নিয়ন্ত্রিত হয়। সরকারের কোনাে সিদ্ধান্ত কর্মচারীরা ভুল বলে বিবেচনা করতে পারবে। বিরােধিতার কোনাে জায়গা নেই। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনােয়ালের পক্ষ্যে পরিবহন মন্ত্রী চন্দ্রমােহন পাটোয়ারি একথা জানিয়ে বলেন, ত্রিপুরা হাইকোর্টের রায় মানতে বাধ্য। নয় অসম। তাই কোনাে ভাবেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না, মতামতও জানাতে পারবে না। তবে শিল্প সাহিত্য, বিজ্ঞান বিষয়ে কোনাে প্রচারের ক্ষেত্রে আগাম অনুমতি নিতে লাগবে। কংগ্রেসের কমলাক্ষ দে পুরকায়স্থের প্রশ্নের জবাবে একথা জানান।
কোন মন্তব্য নেই