মেঘালয়ে এইচএসপিডিপি বিধায়কের বাড়িতে স্লোগান লিখল দুষ্কৃতীরা
নয়া ঠাহর প্রতিবেদন, শিলঙ- ৩মার্চ
মেঘালয়ের খাসি পাহাড় জুড়ে চলতি পরিস্থিতিতে আঞ্চলিক রাজনৈতিক দল হিলস স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (এইচএসপিডিপি ) মাউকারওয়াটে থাকা অফিস ও মাউকারওয়াটের বিধায়ক রেনিংটন এল টংখারের বাড়িতে হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । এইচএসপিডিপি বিধায়ক টংখার রাজ্যের শাসকজোট মেঘালয় ডেমোক্র্যাটিক এলায়েন্সে ( এমডিএ) রয়েছেন । গত শনিবার রাতে টংখারের বাড়ির ছয়টি জানালা ভাঙচুর করে দুষ্কৃতীরা ও বাড়িতে স্লোগান লেখে " নো আইএলপি, নো রেস্ট " , " নো সিএএ , ইয়েস আইএলপি "।
পরে বিধায়ক টংখার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এই ঘটনায় তিনি কোনও অভিযোগ দায়ের করতে চাননি । তিনি বলেন , এইচএসপিডিপিও রাজ্যে আইএলপি চালুর দাবিতে সরব।
রবিবার গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকা ফুটক্রো বাজারে মোট পাঁচটি দোকানে আগুন লাগিয়েছিল দুষ্কৃতীরা । দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলার পুলিশ সুপার মেক্সওয়েল বি সিয়েম জানিয়েছেন, কিছু দুষ্কৃতী পাঁচটি দোকান ও হিমা মাহারামের অফিস পুড়িয়ে দিয়েছে। পুরো ভস্মীভূত হয়ে গেছে বাড়িটি ।
হিমা মাহারামের সিয়েম পাইয়েম নিয়ান্দ্রো সিয়িমিয়ং জানিয়েছেন, অনুপজাতির মানুষদের দোকানগুলি লিজে দেওয়া হয়েছিল ।
প্রাথমিকভাবে প্রায় ৪০ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে পূর্ব খাসি পাহাড় জেলার জেলাশাসক জনসাধারণের জন্য দুইটি আপাৎকালীন ফোন নম্বর জারি করেছেন । নম্বর দুটি হল -- ০৩৬৪-২৫০২০৯৪ ও ০৩৬৪-২২২৫২৮৯ । ২৪ ঘন্টাই যোগাযোগ করা যাবে এই নম্বর দুটিতে ।
মেঘালয়ের খাসি পাহাড় জুড়ে চলতি পরিস্থিতিতে আঞ্চলিক রাজনৈতিক দল হিলস স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (এইচএসপিডিপি ) মাউকারওয়াটে থাকা অফিস ও মাউকারওয়াটের বিধায়ক রেনিংটন এল টংখারের বাড়িতে হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । এইচএসপিডিপি বিধায়ক টংখার রাজ্যের শাসকজোট মেঘালয় ডেমোক্র্যাটিক এলায়েন্সে ( এমডিএ) রয়েছেন । গত শনিবার রাতে টংখারের বাড়ির ছয়টি জানালা ভাঙচুর করে দুষ্কৃতীরা ও বাড়িতে স্লোগান লেখে " নো আইএলপি, নো রেস্ট " , " নো সিএএ , ইয়েস আইএলপি "।
পরে বিধায়ক টংখার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এই ঘটনায় তিনি কোনও অভিযোগ দায়ের করতে চাননি । তিনি বলেন , এইচএসপিডিপিও রাজ্যে আইএলপি চালুর দাবিতে সরব।
রবিবার গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকা ফুটক্রো বাজারে মোট পাঁচটি দোকানে আগুন লাগিয়েছিল দুষ্কৃতীরা । দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলার পুলিশ সুপার মেক্সওয়েল বি সিয়েম জানিয়েছেন, কিছু দুষ্কৃতী পাঁচটি দোকান ও হিমা মাহারামের অফিস পুড়িয়ে দিয়েছে। পুরো ভস্মীভূত হয়ে গেছে বাড়িটি ।
হিমা মাহারামের সিয়েম পাইয়েম নিয়ান্দ্রো সিয়িমিয়ং জানিয়েছেন, অনুপজাতির মানুষদের দোকানগুলি লিজে দেওয়া হয়েছিল ।
প্রাথমিকভাবে প্রায় ৪০ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে পূর্ব খাসি পাহাড় জেলার জেলাশাসক জনসাধারণের জন্য দুইটি আপাৎকালীন ফোন নম্বর জারি করেছেন । নম্বর দুটি হল -- ০৩৬৪-২৫০২০৯৪ ও ০৩৬৪-২২২৫২৮৯ । ২৪ ঘন্টাই যোগাযোগ করা যাবে এই নম্বর দুটিতে ।
কোন মন্তব্য নেই