Header Ads

আগামীকাল ফাঁসি হচ্ছে না, অনিৰ্দিষ্টকালের জন্য ফাঁসি স্থগিত হল নিৰ্ভয়ার ৪ অপরাধীর

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
ফাঁসি ঝুলেই রইল নিৰ্ভয়া কাণ্ডের চার ধৰ্ষকের। এ নিয়ে তিন বার ফাঁসি পিছিয়ে গেল। এর আগে দুবার আইনী জটিলতাকে কাজে লাগিয়ে স্থগিত হয়েছে ফাঁসি। এবার ফাঁসি পিছোল অনিৰ্দিষ্টকালের জন্য। আগামীকাল অৰ্থাৎ ৩ মাৰ্চ নিৰ্ভয়া কাণ্ডের ৪ অপরাধীর হচ্ছে না ফাঁসি। ফাঁসি চূড়ান্ত হওয়ার পর ঠিক একদিন আগে সুপ্ৰিম কোৰ্টে রায় সংশোধনের জন্য ফের একবার আৰ্জি জানিয়েছিল নিৰ্ভয়া গণধৰ্ষণ ও হত্যাকাণ্ডের চতুৰ্থ অপরাধী পবন গুপ্ত। সেই আৰ্জি খারিজ হয়ে যায় সুপ্ৰিম কোৰ্টে। সঙ্গে সঙ্গে রাষ্ট্ৰপতির কাছে প্ৰাণ ভিক্ষার আৰ্জি জানায় পবন। কয়েক ঘন্টার মধ্যে সেই আৰ্জিও খারিজ করে দেন রাষ্ট্ৰপতি। তার পরও আদালতে নিৰ্ভয়া কাণ্ডের আসামীদের ফাঁসি স্থগিতের আবেদন করেন অপরাধী পক্ষের আইনজীবীরা।

ছবি, সৌঃ আন্তৰ্জাল

মৃত্যুর প্ৰহর গোনা নিৰ্ভয়ার দোষীরা আরও একবার সময় পেয়ে গেল। এর পরও সুযোগ রয়েছে দোষীদের হাতে। রাষ্ট্ৰপতির আৰ্জি খারিজের চ্যালেঞ্জ করতে পারে দোষীরা। সেই আৰ্জির শুনানী শেষ না হওয়া পৰ্যন্ত ফাঁসি কাৰ্যকর করা যাবে না।  
দীৰ্ঘ টালবাহানার পর নিৰ্ভয়ার মা আদালতের ওপর ভরসা রেখেছিলেন। ফের একবার ফাঁসি পিছোনোয় হতাশ হলেন তিনি। সোমবার বিকেলে আদালত ঘোষণা করল, আগামিকাল হচ্ছে না ফাঁসি। আদালতের বাইরে কান্নায় ভেঙে পড়েন আশাদেবী। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.