পক্ষাঘাত আক্রান্তের কথায় মোদীর চোখে জল , কোনও মতে সামলালেন কান্না
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ৭ মার্চ শনিবার ' প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা '- প্রকল্পে উপকৃতদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে গিয়ে পক্ষাঘাত আক্রান্ত উত্তরাখন্ডের দীপা শাহের কথায় দেরাদুনে সরকারি অনুষ্ঠানের মঞ্চে কোনওক্রমে চোখের জল ধরে রাখলেন প্রধানমন্ত্রী ।
প্ৰতীকী ছবি, সৌঃ ইন্টারনেট
দীপা শাহ বলেছিলেন, বছরখানেক আগে তিনি পক্ষাঘাতে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন । মাসে প্রায় পাঁচ হাজার টাকা ছিল তাঁর ওষুধের খরচ। কিন্তু প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনায় তাঁর ওষুধের খরচ দাঁড়িয়েছে দেড় হাজারে। যার জেরে বাড়তি টাকায় তিনি ফল ও অন্য খাবার কিনে খেতে পারছেন । দীপা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, তিনি ভগবানকে দেখেননি । কিন্তু প্রধানমন্ত্রীর মধ্যে ভগবানকে দেখেছেন, প্রধানমন্ত্রীর জন্যই তিনি নতুন জীবন পেয়েছেন।
দীপার এই কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন মোদী । কোনক্রমে চোখের জল সামলাতে দেখা যায় তাঁকে । কোনওমতে কান্না সামলান তিনি ।
কোন মন্তব্য নেই