মেঘালয়ের ফোটক্রো বাজারে চারটি দোকান পোড়াল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা
নয়া ঠাহর প্রতিবেদন - শিলং -- ২ মাৰ্চ
সোমবার ভোররাত ৩ টে ২০ নাগাদ মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলার মাউকারওয়াট থেকে ৬০ কি.মি. দূরের ফোটক্রো বাজারে ৪-টি দোকানে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । এই আগুন লাগানোর ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি ।
এদিকে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় ইছামতীতে নিহত খাসি ছাত্র সংস্থার সদস্য লুরশাই হেন্নউতার অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার সম্পন্ন হয়েছে সোহরাতে। প্রায় ২০০০ মানুষ অংশগ্রহণ করেছিলেন অন্ত্যেষ্টিক্রিয়াতে। মেঘালয়ের ক্রিড়ামন্ত্রী বেনটেইডর লিংডো, উমস্নিঙের বিধায়ক জাসন মাউলং ও নংথিম্মাইয়ের জেলা পরিষদ সদস্য লেইতপ্লাং খারখংগর উপস্থিত ছিলেন হেন্নউতার অন্ত্যেষ্টিক্রিয়ায় ।
সোমবার থেকে শুরু হওয়া মেঘালয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে । কার্ফু কবলিত মেঘালয়ের একাংশের পরীক্ষার্থীরা নির্বিঘ্নেই পরীক্ষা দিয়েছেন।
সোমবার ভোররাত ৩ টে ২০ নাগাদ মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলার মাউকারওয়াট থেকে ৬০ কি.মি. দূরের ফোটক্রো বাজারে ৪-টি দোকানে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । এই আগুন লাগানোর ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
এদিকে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, তাঁরা আরো দুই
কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য অপেক্ষা করছেন । তিনি কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ।এদিকে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় ইছামতীতে নিহত খাসি ছাত্র সংস্থার সদস্য লুরশাই হেন্নউতার অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার সম্পন্ন হয়েছে সোহরাতে। প্রায় ২০০০ মানুষ অংশগ্রহণ করেছিলেন অন্ত্যেষ্টিক্রিয়াতে। মেঘালয়ের ক্রিড়ামন্ত্রী বেনটেইডর লিংডো, উমস্নিঙের বিধায়ক জাসন মাউলং ও নংথিম্মাইয়ের জেলা পরিষদ সদস্য লেইতপ্লাং খারখংগর উপস্থিত ছিলেন হেন্নউতার অন্ত্যেষ্টিক্রিয়ায় ।
সোমবার থেকে শুরু হওয়া মেঘালয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে । কার্ফু কবলিত মেঘালয়ের একাংশের পরীক্ষার্থীরা নির্বিঘ্নেই পরীক্ষা দিয়েছেন।
কোন মন্তব্য নেই