করােনা ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এবার হােলি খেলবেন নাঃ পিযুষ হাজরিকা
নযা ঠাহর, গুয়াহাটিঃ করােনা ভাইরাস সারা বিশ্বে ৭৫টি দেশে ছড়িয়ে গেছে। ভারতে আক্রান্তের সংখ্যা ৩১। অসমে ১৫৬ জন বিদেশি যাত্রীকে নিয়ে এম ভি মহাবাহু নামে এক জাহাজ কাজিরাঙা যাওয়ার উদ্দেশ্যে এসেছে। সেই জাহাজকে আটকিয়ে রাখা হয়েছে। গুয়াহাটির এক পাঁচতারা হােটেলে এক বিদেশি যাত্রীর শরীরে ভাইরাস আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। হােটেলটির দু'তলা সিল করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী পিযূষ হাজোরিকা আজ রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেছেন, এবার হােলি খেলবেন না। গুয়াহাটি এয়ারপাের্টে ৫৮৫ জন যাত্রীকে পরীক্ষা করা হয়েছে।
ওদিকে রাস্ট্রপতি হোলি না খেলার নির্দেশ দিয়েছেন ।প্রধান মন্ত্রীর বিদেশ সফর বাতিল করা হয়েছে। হোলি খেলবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চীন থেকে আমদানিকৃত রং খেলার সমস্ত সরঞ্জাম বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বিজেপির সমস্ত রাজ্যিক সভাপতিদের হোলি না খেলার নির্দেশ দিয়েছেন । মোটের ওপর করানো ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে লোক।
ওদিকে রাস্ট্রপতি হোলি না খেলার নির্দেশ দিয়েছেন ।প্রধান মন্ত্রীর বিদেশ সফর বাতিল করা হয়েছে। হোলি খেলবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চীন থেকে আমদানিকৃত রং খেলার সমস্ত সরঞ্জাম বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বিজেপির সমস্ত রাজ্যিক সভাপতিদের হোলি না খেলার নির্দেশ দিয়েছেন । মোটের ওপর করানো ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে লোক।
কোন মন্তব্য নেই