ভিডিও কনফারেন্সের বৃদ্ধার সঙ্গে বার্তালাপে কান্নায় ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
ঈশ্বরের স্বরূপ তিনি। বৃদ্ধার কাছে প্রশংসা সূত্রে তুলনা শুনে ভিডিও কনফারেন্স চলাকালীন কান্নায় ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনৌষধি দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে জনৌষধি কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্তালাপ করছিলেন তিনি। সে সময় দীপা শাহ নামে এক বৃদ্ধা মোদীর প্রশংসা শুরু করে তাঁকে ঈশ্বরের রূপ বলেন।
জনৌষধি দিবসে একাধিক জনৌষধি কেন্দ্রের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেরকমই একটি কেন্দ্রের সঙ্গে বার্তালাপ চলার সময় দীপা শাহ নামে এক বৃদ্ধা মোদীকে ঈশ্বরের স্বরূপ বলে চিহ্নিত করেন। বৃদ্ধার কথা শুনে কান্নায় ভেঙে পড়েন মোদী। দীপা শাহ নামে ওই বৃদ্ধা দাবি করেছেন, তিনি কথা বলতে পারছিলেন না। এই জনৌষধি কেন্দ্রের সৌজন্য এখন তিনি কথা বলতে পারছেন।
দেশের ৭২৮টি জেলার মধ্যে ৭০০টি জেলায় জনৌষধি কেন্দ্র চালু করেছিলেন মোদী সরকার। এখন সেটা বেড়ে ৬২০০টি হয়ে গিয়েছে। এই সব কেন্দ্র থেকে ওষুধ বিতরণ এবং রোগীদের প্রয়োজনীয় ডাক্তারি সরঞ্জাম বিলি করা হয়।
এই জনৌষধি দিবসের অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে করোনা ভাইরাস নিয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন। করোনা ভাইরাস নিয়ে অথযা আতঙ্কিত না হয়ে শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি। কোনও রকম সমস্যা দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন তিনি।
করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে নমস্কার করে সৌজন্য বিনিময় করার পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্বের সর্বত্রই ভারতের এই সৌজন্য বিনিময়ের প্রথা মেনে চলা উচিত বলে জানিয়েছেন তিনি। কারণ জড়িয়ে ধরা, চুমু খাওয়া থেকে করোনা সংক্রমণ ঘটছে। সে কারণে পাশ্চাত্যের একাধিক দেশে সৌজন্য বিনিময়ের এই সব পন্থা বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই