Header Ads

দিল্লি নিয়ে একতরফা সাংবাদিকতায় 'হিন্দুফোবিয়া' বিশ্বজুড়ে! সরব মার্কিন কংগ্রেস সদস্য তুলসী গাবার্ড !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
দিল্লি হিংসার ঘটনা নিয়ে বিশ্বজুড়ে যেভাবে সাংবাদিকতা হয়েছে তাতে হিন্দুদের প্রতি বিদ্বেষ বেড়েছে। এমনই একটি স্পর্শকাতর বিষয় নিয়ে বিতর্ক উস্কে দিলেন মার্কিন কংগ্রেসের সদস্য তুলসী গাবার্ড। ডেমোক্র্যাট এই সাংসদ এই নিয়ে বৃহস্পতিবার একটি টুইট করেন। যাতে 'হিন্দুফোবিয়া'-র ছড়াছড়ি নিয়ে বিতর্ক শুরু হয়।

এক ভারতীয়র করা এক টুইটকে তুলসী বৃহস্পতিবার রিটুইট করেন। সেই টুইটে এক ভারতীয় বংশদ্ভূত মহিলা জানাচ্ছেন কী ভাবে দিল্লির ঘটনা নিয়ে এক উবার চালকের সঙ্গে তাঁর তর্ক শুরু হয় এবং তাঁকে ও তাঁর বোনকে চালক গাড়ি থেকে নেমে যেতে বলে।
টুইটে লেখা, 'আজ এক ভয়াবহ অভিজ্ঞতা হল আমার। একজন উবার চালক আজ আমার ধর্মাবলম্বনের কারণে আমাকে হেনস্থা করে। আমি হিন্দু জানতে পেরে চালক আমাকে আক্রমণ করে বলে, দিল্লিতে নাকি আমরা মুসলিমদের মারছি। মসজিদ নষ্ট করছি।' বিশ্বজুড়ে দিল্লির ঘটনার জন্য হিন্দুদের দায়ি করা হচ্ছে! সেই মহিলার সঙ্গে উবার চালকের তর্ক বেঁধে গেলে তিনি সেই চালককে বোঝাতে চেষ্টা করেন যে দিল্লির সেই হিংসায় হিন্দু, মুসলিম, দুই পক্ষের লোকেরাই প্রাণ হারিয়েছে। টুইটে তিনি লেখেন, 'আমরা চাললকে যুক্তি দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করছিলাম। তবে সে আমাদের কথা থামিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে যেতে বলে। তারপর পুলিশ ডাকার হুমকি দেই আমি ও আমার বোন। এরপর সে গাড়ি চালাতে শুরু করে।'
এরপর অভিযোগকারী আরও লেখেন, 'এই ঘটনা থেকেই প্রামণ হয় যে দিল্লির হিংসার এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক স্তরে কি ধরণের একপেশে সাংবাদিকতা হয়েছে। এই কারণে বিশ্বে এখন হিন্দুফোবিয়া ছড়িয়ে পড়ছে।'
প্রসঙ্গত, মার্কিন পার্লামেন্টে প্রথম হিন্দু হিসাবে নির্বাচিত গাবার্ড এই পোস্টটি রিটুইট করে জানান, হিন্দুফোবিয়া যে ক্রমেই ছড়িয়ে পড়ছে তা সত্যি। রাষ্ট্রপতি পদ প্রার্থী হওয়ার জন্য প্রচার চালানোর সময়ই আমি এসব লক্ষ্য করেছি। তিনি লেখেন, 'দুঃখের বিষয় যে আমাদের রাজনীতিকরা ও সংবাদমাধ্যম এই বিষয়টিকে প্রশ্রয় দিচ্ছে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.