সিএএ হবেই, সংখ্যালঘুদের নাগরিকত্ব নিয়ে স্পষ্ট বার্তা অমিত শাহের !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
তৃণমূল সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে। শহিদ মিনারের সভা থেকে এমনটাই অভিযোগ করলেন অমিত শাহ। একইসঙ্গে তিনি বলেন সিএএ হবেই। পাশাপাশি তিনি বলেন, বাংলার সংখ্যালঘুদের তিনি আশ্বস্ত করছেন, তাঁদের নাগরিকত্ব যাবে না। সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে এনআরসি নিয়ে এদিনের সভায় তিনি কোনও মন্তব্য করেননি।
সিএএ নিয়ে দিল্লিতে হিংসা--যার জেরে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৪৪ জনের। যা নিয়ে কার্যত ব্যাকফুটেই ছিল বিজেপি। কিন্তু এদিন শহিদ মিনারের সভা থেকে অমিত শাহ স্পষ্ট করে দিলেন, বলা ভাল বাংলার মানুষকে স্পষ্ট বার্তাই--দিলেন সিএএ হবে। পাশাপাশি সংখ্যালঘুদের তিনি আশ্বস্ত করে বলেন, বাংলার কোনও সংখ্যালঘুর নাগরিকত্ব যাবে না। সিএএতে কোথাও নাগরিকত্ব যাওয়ার কথা বলা হয়নি। প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত সেখানকার ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে বলেও, এদিন স্পষ্ট করে দেন অমিত শাহ।
এদিনের সভা ছিল মূলত বাংলায় বিজেপির পুর নির্বাচনের প্রচার শুরুর সভা। পুর নির্বাচনেও সিএএ-র বিষয়টি উঠে আসবে। সেদিকে খেয়াল রেখেই অমিত শাহ বলেন, বাংলার লক্ষ লক্ষ মানুষ আছেন যাঁরা ৭০ বছর আগে এসেছিলেন, কিন্তু তাদের নাগরিকত্ব ছিল না। এই আইনের মাধ্যমে তাদের সেটাই দেওয়া হবে।
অমিত শাহ এদিন অভিযোগ করেন সিএএ- বিরোধিতার মাধ্যমে মতুয়া ও দলিতদের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা দেশভাগের ফলে এঁরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। অমিত শাহের অভিযোগ--সিএএ-র বিরোধিতার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের আইনের বিরোধিতা করছেন।
সিএএ হওয়ার পরেই বাংলার বিভিন্ন জায়গা উত্তাল হয়েছিল, জ্বলেছিল আগুন। এদিনের ভাষণে অমিত শাহ অভিযোগ করেন, সিএএ-র বিরোধিতার মাধ্যমে বাংলায় আগুন জ্বালিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কোন মন্তব্য নেই