মেঘালয়ে ট্রাকে আগুন লাগাল দুষ্কৃতীরা
নয়া ঠাহর প্রতিবেদন-- ৬ মার্চ
মেঘালয়ের খাসি পাহাড়ের মাজাইতে বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ একটি পাথর বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী দুষ্কৃতীরা । ট্রাকটির মালিক খাসি পাহাড়েরই ভোলাগঞ্জের বাসিন্দা জনৈক অশোক চান্দ। পুলিশ জানিয়েছে,এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই।
এদিকে, যথারীতি রাতের বেলায় কার্ফু জারি রয়েছে শিলং , সোহরা ( চেরাপুঞ্জি ) ও শেলাতে। পুলিশ জানিয়েছে, চলতি পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে ।
মেঘালয়ের খাসি পাহাড়ের মাজাইতে বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ একটি পাথর বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী দুষ্কৃতীরা । ট্রাকটির মালিক খাসি পাহাড়েরই ভোলাগঞ্জের বাসিন্দা জনৈক অশোক চান্দ। পুলিশ জানিয়েছে,এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই।
প্ৰতীকী ছবি, সৌঃ ইন্টারনেট
শিলঙের লাবান থানার লাউসোথুন ব্লক- ৫ এলাকায় দুই নির্মাণ শ্রমিককে হেনস্থা করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বৃহস্পতিবার । পুলিশ জানিয়েছে, নির্মাণ শ্রমিকদের আঘাত গুরুতর নয় ।
এদিকে, যথারীতি রাতের বেলায় কার্ফু জারি রয়েছে শিলং , সোহরা ( চেরাপুঞ্জি ) ও শেলাতে। পুলিশ জানিয়েছে, চলতি পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে ।
কোন মন্তব্য নেই